ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

শিল্প বর্জ্যের দুষণের শিকার শ্রীপুরের ইন্দ্রপুর গ্রাম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে শিল্প বর্জ্যের দুষণের শিকার একটি গ্রাম। তরল বর্জ্যের বিরূপ প্রভাবে ফসল শূণ্য মাঠ, মাছ শূন্য খাল। গ্রামবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়নি কোন পদক্ষেপ।

শ্রীপুরের ইন্দ্রপুর গ্রামের অধিকাংশ এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে শিল্প-কারখানার তরল বর্জ্য। এ কারণে  এই গ্রামের মাঠে কোন ফসল হয় না। মাছশূন্য হয়েছে খাল, বেড়েছে মশা।

এলাকাবাসী জানান, শুদু ইন্দ্রপুর না এই নদীর পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে প্রত্যেকটা গ্রামে সমস্যা দেখা দিয়েছে। এই পানিতে গার্মেন্টের রাসায়নিক বর্জ্য পদার্থ ছাড়া হয় তাই কোন মাছ হয় না, পানিতে নামা যায় না। ক্ষেত খামারে ঠিকমতো ফসল হয় না। 

এলাকাবাসী অনেক দিন থেকেই পরিবেশ দূষণের অভিযোগ করে আসছেন। তবে কোন সুরাহা নেই। 

ভুক্তভোগীরা জানান, এই খারাপ পানিতে কোন ফসলাদি হয় না। শিল্পের ময়লার সবগুলোই এই নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। এজন্যই আমাদের পরিবেশ খারাপের দিকে যাচ্ছে। 

পরিবেশ দূষণের জন্যে দায়ী শিল্প-কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা আইটিপি স্থাপন না করে আমরা এসব প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেব।

ইন্দ্রপুর গ্রামটিকে দ্রুত দূষণমুক্ত দেখতে চায় বাসিন্দারা।  

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি