ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

শুক্রবার থেকে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

আগামী শুক্রবার থেকে শুরু ঈদযাত্রার ১৬ থেকে ২১ এপ্রিলের বাসের আগাম টিকিট বিক্রি। 

গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ।

শনিবার (২২ এপ্রিল) চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ২১ এপ্রিল থেকে শুরু হবে ঈদের সরকারি ছুটি। আগামী ১৯ এপ্রিল বুধবার শবে করদের সরকারি ছুটি। সেই হিসেবে সবচেয়ে বেশি চাহিদা থাকবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের। 

শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে। ৭ এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেওয়া হবে।

তবে মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদাবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি