ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

শেরপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:০৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

 

শেরপুর শহরের দীঘারপাড় এলাকায় একটি ধানখেত থেকে মাহবুব ইসলাম রাজু মিয়া (২৮) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মাহবুব ইসলাম রাজু শহরের শেখহাটি এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। তিনি শহর বিএনপির আহ্বায়ক সাবেক ভারপ্রাপ্ত পৌর চেয়ারম্যান আব্দুল মান্নানের ছোট ভাই বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানিয়েছেন, নিহত রাজুকে গলাকাটা এবং গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার একটু পরে কেউ একজন ফোন করে পাওনা টাকা দেওয়ার কথা বলে রাজুকে বাড়ি থেকে ডেকে নেয়। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ শুক্রবার সকালে তার লাশ পড়ে আছে এমন খবর পেয়ে শনাক্ত করা হয়।

একে//এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি