ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

শের-ই-বাংলা এ. কে ফজলুল হক সার্বজনীন নেতা ছিলেন: ববি উপাচার্য

 ববি প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১১, ২৬ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেছেন, শের-ই-বাংলা এ কে ফজলুল হক সার্বজনীন নেতা ছিলেন। তিনি একাধারে কংগ্রেসের এবং মুসলিম লীগের নেতা ছিলেন। 

তিনি এদেশের অতি সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য আমরণ কাজ করে গেছেন। তাঁর জীবনাদর্শ আমাদের সকলের কাছে অনুকরণীয়। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের উদ্যেগে শের-ই বাংলার ১৪৮তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শেরে বাংলা এ কে ফজলুল হকের জীবন এবং আদর্শ নিয়ে গবেষণার আহ্বান জানান উপাচার্য।

শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মো. আরিফ হোসেন, শের-ই-বাংলা হলের প্রতিষ্ঠাকালীন প্রাধ্যক্ষ ড. আব্দুল্লা আল মাসুদ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, শের-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি