ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

শেষ দিনে ভিড় নেই কমলাপুরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৫, ১৬ জুন ২০১৭ | আপডেট: ১৭:১৭, ১৬ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বিক্রির শেষ দিনে কমলাপুরে ভিড় নেই। আজ দেয়া হয়েছে ২৫ জুনের টিকিট। তবে কেউ কেউ কাঙ্খিত টিকেট না পেয়ে হতাশও হয়েছেন। এদিকে, সদরঘাট নদী বন্দরে লঞ্চ টার্মিনালের কাউন্টারগুলোতে সব টিকেট বিক্রি হয়ে গেছে। টিকেট না পেয়ে অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। 

প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি যেতে টিকেট পেতে এই লাইন। টিকেট পেতে রাত থেকেই অপেক্ষা। অনেকেই সাহরী সেরেছেন স্টেশনেই।

তবে, দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্খিত টিকেট না পেয়ে হতাশ অনেকে।
এত কিছুর পর যারা পছন্দের টিকেট পেয়েছেন তাদের আনন্দ একটু বেশিই।

সীমিত সম্পদে সুষ্ঠু ব্যবস্থাপনায় ঈদ যাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করার কথা জানালেন স্টেশন মাস্টার।
এরকম ফাঁকা সদঘাট লঞ্চ টার্মিনাল। আগেই ফুরিয়েছে টিকেট তাই কাউন্টারগুলোও বন্ধ হয়ে গেছে।
বাড়ি যাওয়ার টিকেট না পেয়ে হতাশ যাত্রীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি