ঢাকা, বুধবার   ১৯ নভেম্বর ২০২৫

শ্রীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৯, ১৯ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৫৮, ১৯ নভেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটির পিছনের কিছু সিট পুড়ে যায়।

বুধবার ভোরে দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের এমসি বাজার এলকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

পুলিশ জানায়, রাতের আধারে এমসি বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি শ্রমিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই গাড়ির ড্রাইভার প্রাথমিক অবস্থায় আগুন নেভানোর চেষ্টা করলে আগুন নেভাতে সক্ষম হন।  তবে বাসটির পিছনের কিছু সিট পুড়ে গেছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি