শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ওয়ালটন ব্র্যান্ড
প্রকাশিত : ১৮:৩৫, ১৯ মে ২০২৫

আন্তর্জাতিক বাজারে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। এবার শ্রীলঙ্কার বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো প্রতিষ্ঠানটি। কলম্বোর বিলাসবহুল সিনামন লাইফ হোটেলে আয়োজিত ‘গ্র্যান্ড লঞ্চিং অব ওয়ালটন ব্র্যান্ড’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রীলঙ্কায় শুরু হলো ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস।
শনিবার (১০ মে) অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব, মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়াসালা মাদুওয়ান্থা আরিয়াপালা এবং ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের সিইও নিশাত তাসনিম শুচিসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে অংশ নেন দেশটির বিভিন্ন অঞ্চলের চার শতাধিক পরিবেশকও।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে পৃষ্ঠপোষকতার কারণে ওয়ালটন ইতোমধ্যে শ্রীলঙ্কায় পরিচিত একটি ব্র্যান্ড। এবার আমরা ব্যবসায়িক অংশীদার মনিক ট্রেডিংয়ের সহযোগিতায় শ্রীলঙ্কার বাজারে পণ্য সরবরাহ ও সেবা নিশ্চিত করতে প্রস্তুত।”
তিনি আরও জানান, বিশ্বের বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ওয়ালটন নিয়মিত গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ করে। চীন ও দক্ষিণ কোরিয়ায় প্রতিষ্ঠিত R&D সেন্টার ছাড়াও, দেশের কারখানায় পণ্যানুযায়ী পৃথক গবেষণা ইউনিট রয়েছে। এর ফলে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী রেসিডেন্সিয়াল এসি এবং বিশ্বের প্রথম ভয়েস কন্ট্রোলড এসিসহ আধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদনে সক্ষম হয়েছে ওয়ালটন।
মনিক ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিয়াপালা বলেন, “ওয়ালটনের প্রযুক্তি, বিদ্যুৎ সাশ্রয়, এবং দামে প্রতিযোগিতামূলক বৈশিষ্ট্য শ্রীলঙ্কার বাজারে দ্রুত জনপ্রিয়তা পাবে। সহস্রাধিক সেলস আউটলেটের মাধ্যমে শিগগিরই আমরা দেশব্যাপী বিস্তৃতি ঘটাতে পারব।”
বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মো. জান্নাতুল হাবিব বলেন, “বাংলাদেশি পণ্যের বৈশ্বিক বাজার সম্প্রসারণে এটি একটি বড় পদক্ষেপ। রপ্তানি আয় বৃদ্ধির পাশাপাশি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।”
ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচি জানান, “বিশ্বের শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডে পরিণত হওয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি। শ্রীলঙ্কায় আনুষ্ঠানিক উদ্বোধন সেই যাত্রারই গুরুত্বপূর্ণ অধ্যায়।”
এছাড়া তিনি আরও জানান, শ্রীলঙ্কায় শক্তিশালী ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে ওয়ালটন এরইমধ্যে দেশব্যাপী বিক্রয়, বিপণন ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক গড়ে তুলেছে। শিগগিরই ক্রেতাদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তি নির্ভর পণ্য ও সেবা পৌঁছে দেবে ওয়ালটন।
এসএস//
আরও পড়ুন