ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

শ্রীলঙ্কা জাম্বুরিতে পবিপ্রবির আবু হানিফ

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪০, ২৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কা জাম্বুরিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটসের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ অংশগ্রহণ করেছেন। 

শ্রীলঙ্কার ক্যারোলিনা সি বিচে ২৮ জুলাই থেকে ৬ আগস্ট প্রথম গ্লোবাল সিনিয়র সিটিজেন স্কাউট জাম্বুরি ২০২৪ অনুষ্ঠিত হবে। 

এই জাম্বুরিতে ৫০টিরও বেশি দেশের সিনিয়র রোভার স্কাউট লিডারগণ অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে ১৪ জনের কন্টিনজেন্ট অংশগ্রহণ করছেন। চীফ অফ কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দা মাহবুবা মরিয়ম। দেশের পতাকা বহন, স্কাউটিং কার্যক্রম পরিচালনা ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের পরিচিতি বিশ্বকে জানান দিবেন। 

সকলের কাছে দোয়া প্রার্থনা করে পবিপ্রবি ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটসের সম্পাদক মুহাম্মদ আবু হানিফ (উডব্যাজার) বলেন, "২৮ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত আমি শ্রীলঙ্কায় অবস্থান করবো। গত বছর ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরি দক্ষিণ কোরিয়াতে অংশগ্রহণ করেছিলাম। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। আমি মনে করি প্রতিটি মানুষেরই স্কাউটিং এ অংশগ্রহণ করা প্রয়োজন। এতে করে দেশ ও জাতি উপকৃত হবে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি