ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১১, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৫৪, ৩ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল খারিজ হয়ে যাওয়ায় নতুন দিগন্তের উন্মোচন হয়েছে বলে মনে করেন, রিটকারী আইনজীবী। তবে রায়ে হতাশা প্রকাশ করে রিভিউ বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন বলে  জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭  সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী পাশ করে জাতীয় সংসদ।
এরপর একই বছরের বছরের ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের নয়জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৫ মে হাইকোর্টের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
এর বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। শুনানি চলে ৮ মে থেকে ১ জুন। আপীল বিভাগের পুণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষ, রিটকারী এবং অ্যামিকাস কিউরিদের বক্তব্য শোনেন। এর পর মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমান ছিল।
সোমবার ১০টা ২৮ মিনিটে এজলাসে যান বিচারপতিরা। সাড়ে ১০টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হলো আপিল খারিজ।
রায়ে সনেআষ প্রকাশ করেন রিটকারী আইনজীবী। এই রায় বিচার বিভাগের জন্য নতুন দ্বরা উন্মোচন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রায়ে হতাশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল। তিনি জানান, পুর্ণাঙ্গ রায় দেখে সিন্ধান্ত নেবেন, রিভিউ করবেন কিনা।
সংবিধানের ষোড়শ সংশোধনীর রাষ্ট্রপক্ষের আপিল খারিজ হওয়ায় বিচারপতিদের অপসারন ক্ষমতা সুপ্রিম জডিশিয়ালে ফিরে যাওয়া নিয়ে ভিন্ন মত দিয়েছে সিনিয়র আইনজীবী ও অ্যামিকাস কিউরিরা। কারো মতে এই রায়ের ফলে ধোয়াশা তৈরি হয়েছে। তবে অনেকে বলছেন ষোড়শ সংশোধনীর আপিল খারিজ হওয়ায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ফিরে গেছে।
পুর্ণাঙ্গ রায়ে হাইকোর্টের রায়ের কিছু বিষয় নিয়ে মন্তব্য নিয়ে পর্যবেক্ষন  বা  দিক নির্দেশনা থাকবে বলে ধারণা করছেন আইনজীবরীা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি