ঢাকা, বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬

সততা: ৬ ভরি স্বর্ণ ও দুই লক্ষাধিক টাকা ফেরত দিলেন চাষী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৩:৫৮, ১৫ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

খড়ের গাদায় পাওয়া ছয় ভরি স্বর্ণ ও দুই লক্ষাধিক টাকা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফেরত দিয়েছেন এক বর্গাচাষী।

বুধবার (১৪ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে চাঁদপুরের মতলবে।

এদিন দুপুরে চাঁদপুরের মতলব থানাধীন আবুল কাশেম মার্কেটের নিকট থেকে ধানীজমির বর্গাচাষী মোসলেম মিয়া নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি জমিতে ধান কাটছিলেন। পূর্বে কেটে রাখা খড়ের স্তূপ রোদে শুকানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে গিয়ে খড়ের গাদার ভেতরে তিনি অনেক টাকা ও স্বর্ণালঙ্কার পেয়েছেন। এই টাকা ও স্বর্ণ প্রকৃত মালিককে যাচাই করে বুঝিয়ে দেয়ার জন্য তিনি আইনী ও প্রশাসনিক সহায়তা চান। 

কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রকাশ চন্দ্র এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই জহিরুল ইসলাম। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি মতলব থানায় জানান।

প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে মতলব থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে খড়ের গাদার ভেতর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। যা গণনা করে দেখা যায় ২ লাখ ৩৯ হাজার ২ শ’ টাকা রয়েছে। এছাড়া স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের পরিমাণ ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও সনাতন মিলিয়ে মোট ৬ ভরি ৪ আনা। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা। 

পরে উদ্ধারকৃত টাকা ও স্বর্ণালঙ্কার জব্দতালিকা করে আদালতের জিম্মায় হস্তান্তর করা হয়। প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে তা আইনী প্রক্রিয়ায় মালিককে হস্তান্তর করা হবে। 

মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি