ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সম্ভ্রম বাঁচাতে চলন্ত অটো থেকে শিক্ষার্থীর ঝাঁপ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ৩ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের কমলগঞ্জে বখাটেদের কাছ থেকে বাঁচতে চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়েছেন কলেজ ছাত্রী দীপা। গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তাকে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করলেও, পলাতক রয়েছে অটোচালক।

জানা গেছে, পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছিলো দীপা। কিন্তু দুই বখাটের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে আজ হাসপাতালের বিছানায় পড়ে আছে সে।

গত শুক্রবার দুপুরে কম্পিউটার ক্লাস করে অটোতে মুন্সিবাজার থেকে বাড়ি ফিরছিলো দীপা। অটোচালক ও গাড়িতে থাকা চালকের বন্ধু তাকে উত্ত্যক্ত করতে শুরু করে। একসময় সম্ভ্রমহানির চেষ্টা করলে নিজেকে বাঁচাতে চলন্ত অটো থেকে ঝাঁপ দেয় দীপা।

দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে, এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করছে এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ এক বখাটে আটক ও অটো রিকশাটিকে জব্দ করলেও ধরা পড়েনি চালক মতিন।

একে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি