ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ১৮ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ) টাঙ্গাইল জেলা শাখা।

সোমবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ (বাসাছাপ) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক বজলুর রহমান, অ্যাডভোকেট এম.এ মালেক মিয়া, মাইন উদ্দিন, ছাত্তার মিয়া, রেজাউল করিম, জাকির হোসেনসহ অনেকে। এছাড়াও জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

একে//এসএইচ

 

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি