ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সরকারি ব্যাংকগুলোকে আমরাই চাপাচাপি করি: অর্থমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৩, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৩২, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সোনালী ব্যাংকের খেলাপি ঋণের জন্য সরকারকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, সরকারি কাজের জন্য আমরা রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোকে চাপাচাপি করি। আর এদের মধ্যে সোনালী ব্যাংক সবার আগে।

শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) সোনালী ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

সোনালী ব্যাংকের ঘুরে দাড়ানো প্রসঙ্গে মুহিত বলেন, ব্যাংকটিকে ঋণ বিতরণের আগে ভালোভাবে প্রকল্প বিশ্লেষণ ও গ্রাহকের কেওয়াইসি (নো ইউর কাস্টমার) ফর্ম ভালোভাবে চেক করতে হবে।

সভায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, গর্ভনর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসু রহমান, ব্যাংকের চেয়ারম্যান আশরাফুল মকবুল ও এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, ২০১৭ সালে সোনালী ব্যাংকের খেলাপী ঋণ দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৮ কাটি টাকা, যা ২০১৬ সালে ছিল ১০ হাজার ৯১১ কোটি টাকা।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি