ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সরকার রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২১ জুন ২০১৭ | আপডেট: ১৮:৩২, ২১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

সরকার রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের নিশ্চিহ্ন করে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।
হাটহাজারীতে উপজেলা বিএনপির আলোচনা সভায় তিনি আরো বলেন, ক্ষমতাশীন দল রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে। সরকার সাধারণ মানুষকে দিতে ব্যর্থ অভিযোগ করে তিনি বলেন, আইন-শৃংখলা বাহিনীকে বিরোধী রাজনীতিবিদদের দমন-পীড়নে ব্যবহার করা হচ্ছে। এর বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান মীর নাছির।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি