সরাইলে দেশিয় চোলাই মদসহ গ্রেফতার ৩
প্রকাশিত : ১৯:৪২, ২৯ জানুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০ লিটার দেশিয় চোলাই মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সরাইল থানার পুলিশ।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে সরাইল থানা এ বিষয়ে নিশ্চিত করেছেন। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস (৪৫),একই গ্রামের ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ (৩৫) ও মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস (৩৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা শাহজাদাপুর ইউনিয়নে মলাইল (পূর্বপাড়া) এলাকায় দেশিয় তৈরি চোলাই মদ ক্রয়-বিক্রয় করিতেছে অভিযোগ পেয়ে সরাইল সার্কেল-এর সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিছুর রহমানের দিক-নির্দেশনায় এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেনের নেতৃত্বে এসআই মো. তারিকুল ইসলাম ও এসআই বশির আহমেদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার (২৮ জানুয়ারি) রাত অনুমান ৯.৪০ টায় সময় চন্দ্র দাস (৪৫) এর বাড়িতে ৭০ লিটার চোলাই মদসহ এই তিনজনকে গ্রেফতার করা হয়।
সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কেআই//
আরও পড়ুন