ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সরাসরি ভোটে জেলা পরিষদ নির্বাচন না হলে তা জনগণের কোন কাজে আসবেনা: বদিউল আলম

প্রকাশিত : ১৬:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সরাসরি ভোটে জেলা পরিষদ নির্বাচন না হলে তা জনগণের কোন কাজে আসবেনা বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, প্রসঙ্গ বাংলাদেশের জেলা পরিষদ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সে সময় তিনি আরো বলেন, জনগনে অংশ গ্রহন নিশ্চিত করতে প্রস্তাবিত আইনে যথাযথ সংশোধন করতে হবে। প্রতিটি জেলা জনসংখ্যার ভিত্তিতে কিংবা ২১টি ওয়াডে বিভক্ত করে নির্বাচন দেয়ার প্রস্তাব করেন তিনি। জেলা পরিষদ নির্বাচনেরন পর সংসদ সদস্যদের আর উপদেষ্টা রাখা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি