ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সর্বোচ্চ করদাতার সম্মাননা পেলেন শামসুল হুদা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ৯ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ আয়করদাতার সম্মাননা পেয়েছেন গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল হুদা।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন সম্মাননা ক্রেস্ট, ট্যাক্স কার্ড ও সনদপত্র তুলে দেন।

২০১৪-১৫ করবর্ষেও তিনি চট্টগ্রাম অঞ্চলের সেরা করদাতা নির্বাচিত হয়েছিলেন।

এছাড়া গত চার বছর ধরে গ্রেটওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা উত্তর কমিশনারেটের অধীনে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।

শামসুল হুদা দেশের টাইলস্ শিল্পের আধুনিকায়নে অসমান্য  অবদান রেখেছেন। সেরা করদাতা হিসেবে সম্মানিত হওয়ায় শামসুল হুদাকে গ্রেটওয়াল সিরামিকের সকল কর্মকর্তা, কর্মচারী গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়েছেন।

এম/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি