ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

সাভারে ছুরিকাঘাতে শ্রমিক খুন, সহকর্মী আটক 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৮ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে মো. মনির নামে এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাত হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে নিহতের সহকর্মী মো. রাজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে বিরুলিয়া ইউনিয়নের বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মনির বউবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি সেমাই কারখানায় কাজ করতেন। আটক রাজন নেত্রকোনা জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দিদারুল ইসলাম বলেন, তিন-চার দিন আগে পূর্ব শত্রুতার জেরে নিহত মনিরের সঙ্গে রাজনের মারামারির ঘটনা ঘটে। এরই জেরে বৃহস্পতিবার রাতে বউবাজার এলাকার সড়কে মনিরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রাজন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গুরুতর অবস্থায় মনিরকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।  পরে আটক করা হয় অভিযুক্ত রাজনকে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ছুরিকাঘাতে আহত যুবক হাসপাতালে মারা গেছেন। হত্যাকাণ্ডে জড়িত একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি