ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

সামগ্রিকভাবে ভোট সুষ্ঠু হয়েছে: ঢাবি উপাচার্য

প্রকাশিত : ১৪:৪৬, ১১ মার্চ ২০১৯ | আপডেট: ১৭:৩৮, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সামগ্রিকভাবে সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। একইসঙ্গে তিনি বলেন, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।

 ্আজ সোমবার ডাকসু নির্বাচন শেষে এক সংবাদ সম্মেলনের তিনি এমন্তব্য করেন ।ভিসি ড. আখতারুজ্জামান বলেন, উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। তারা শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছে- এটা বিশ্ববিদ্যালয়ের জন্য দৃষ্টান্ত। তিনি বলেন, ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। যা ভোটারদের ভোটদানে উৎসাহিত করেছে। ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন এটি।

এর আগে সকাল ৮টায় দেশের `দ্বিতীয় পার্লামেন্ট` হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। পরে দুপুরে ভোটে অনিয়ম, কারচুপি, জালভোট ও ছাত্রলীগের অধিপত্যের অভিযোগ তুলে ভোট বর্জন করে ছাত্রলীগ ছাড়া নির্বচনে অংশগ্রহণকারী অন্য সব প্যানেল। একই সঙ্গে অবিলম্বে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে তারা।

এছাড়াও মঙ্গলবার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্যানেলগুলো। এ সময় সব ক্লাস বন্ধ থাকবে বলে জানিয়েছে তারা।


টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি