ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল ২৩ জুলাই

প্রকাশিত : ১৪:০২, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:০২, ২২ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

তারেক রহমানকে দেয়া ৭বছর কারাদন্ডের প্রতিবাদে আগামী ২৩শে জুলাই শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করবে বিএনপি। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী। তিনি বলেন, রাজনৈতিক হয়রানি মূলক এই রায়ে বিচারবিভাগের গ্রহনযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে এই রায় দেয়া হয়েছে বলেও অভিযোগ তার। আর এই রায়ের বিরুদ্ধে তারেক রহমান দেশে ফিরলেই আপিল করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহমুব হোসেন। পরে প্রতিবাদ কর্মসূচী ঘোষণা করেন রিজভী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি