ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সার্চ কমিটির বিকল্প নেই: এমাজউদ্দিন আহমেদ

প্রকাশিত : ১৬:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:১০, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বিকল্প নেই বলে মন্তব্য করে তা সর্বদলীয় করার পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমেদ। জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক আতাউস সামাদের স্মরণে আয়োজিত এক আলোচনায় এ কথা জানান তিনি। তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারনে নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশনকে গুরুত্ব  দিয়ে দায়িত্ব পালন করতে হবে। আর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করতে রাজনৈতিক দলগুলোর পরামর্শ গ্রহনের আহ্বান জানান বিএনপি পন্থী এই বুদ্ধিজীবী। আলোচনায় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশে ফেরার পর প্রধানমন্ত্রীর উচিত হবে জাতির উদ্দেশ্যে গঠনমূলক ও গ্রহনযোগ্য বক্তব্য দেয়া।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি