সাহিত্যে নোবেল বিজয়ী মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান
প্রকাশিত : ১১:১২, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৫:১৮, ২৯ অক্টোবর ২০১৬
অবশেষে নিরবতা ভেঙ্গেছেন এবার সাহিত্যে নোবেল বিজয়ী মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান। যোগাযোগ করেছেন নোবেল কমিটির সঙ্গে। জানিয়েছেন, সম্মাননা গ্রহণ করবেন তিনি। নোবেল প্রাপ্তি হতবাক থেকে বাকরুদ্ধ করে দিয়েছিল বলেও জানান বব ডিলান।
নোবেল প্রাপ্তি নিয়ে মুখ খুললেন কিংবদন্তী মার্কিন গায়ক বব ডিলান।
বললেন, এই পুরস্কার তাকে সম্মানিত করেছে। নোবেল পাওয়ার পর এতোটাই অবাক হন ডিলান, যে কারো সাথে কথা বলার মতো অবস্থা ছিলনা। শুক্রবার নোবেল ফাউন্ডেশন বিবৃতিতে বব ডিলানের এসব কথা তুলে ধরে।
মার্কিন সংগীত জগতে নতুন কাব্যিক ধারা সৃষ্টির জন্য গত ১৩ই অক্টোবর সাহিত্যে নোবেল জয়ী হিসেবে ৭৫ বয়সী বব ডিলানের নাম ঘোষণা করে সুইডিশ একাডেমি। এরপর অনেকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি। আর এ’ নিয়ে শুরু হয় নানা আলোচনা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফকে দেয়া সাক্ষাৎকারে, বব ডিলান জানিয়েছেন, ১০ ডিসেম্বর সুইডেনের স্টকহোমে পুরষ্কার নিতে যাবেন তিনি।
রক, ফোক আর ফোক রক-খ্যাত কিংবদন্তী এই গায়ক একাত্তরে মুক্তিকামী বাংলাদেশীদের পাশে দাঁড়িয়েছিলেন। নিউইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ এ জর্জ হ্যারিসন আর পন্ডিত রবিশংকরের সাথে কণ্ঠ মিলিয়েছিলেন বব ডিলানও।
আরও পড়ুন