ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সিএনজি চালকরা প্রতারক চক্রের খপ্পরে পড়ে নির্যাতনের শিকার, চালকদের কাছে জিম্মি যাত্রীরা

প্রকাশিত : ১২:৩৪, ২৭ আগস্ট ২০১৬ | আপডেট: ১২:৪২, ২৭ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীতে প্রতারক চক্রের খপ্পরে পড়ে হয়রানি আর নির্যাতনের শিকার হচ্ছে সিএনজি চালকরা। ছিনতাইকারিচক্র আর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৪ বছরে  প্রায় ২০০ সিএনজি চালক প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ অটো রিকশা শ্রমিক ইউনিয়নের। আর এসব চক্রের সাথে কোনো কোনো মালিক জড়িত বলে অভিযোগ তাদের। তবে, তা অস্বীকার করেছে মালিক পক্ষ। প্রতিনিয়ত যাত্রীরা এভাবেই জিম্মি হচ্ছেন সিএনজি অটো রিকশা চালকদের কাছে। মিটারে ভাড়া পূণ:নির্ধারণের পরও তা মানছেন তারা। তবে এই চালকরাও যে খুব শান্তিতে আছেন তা নয়। তারাও হচ্ছেন হয়রানি ও নির্যাতনের শিকার। কালাম হাওলাদার। এক রাতে সিএনজিসহ অপহরনের পর আর ফিরে আসেননি। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর দিতে পারেননি সিএনজি মালিক। সিএনজি চালক আলতাফ। বাসা থেকে সিএনজি নিয়ে বের হওয়ার তিনদিন পর পাওয়া যায় তার লাশ। এসব ঘটনার জন্য মালিকদের দায়ী করলেন চালকরা। বিভিন্ন সময়ে সংঘবদ্ধ সিএনজি ছিনতাই চক্রের হাতে মারা পড়ছেন চালকরা। এর সাথে অনেক মালিকই জড়িত বলে অভিযোগ শ্রমিক নেতাদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে পুলিশকে দুষলেন মালিক সমিতি। অবশ্য ট্রাফিক বিভাগ বলছে, সকল ধরনের হয়রানি-চুরি ঠেকাতে অভিযান চলছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি