ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিফাত হত্যা মামলায় স্বামী আসিফ প্রিসলিকে ১০ বছরের কারাদণ্ড

প্রকাশিত : ১৪:১০, ২৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৬:২১, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় স্বামী আসিফ প্রিসলিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শ্বাশুড়িসহ বাকি তিনজনকে খালাস দেওয়া হয়েছে। এই রায়ে সন্তুুষ্ট হতে পারেনি সিফাতের পরিবার, সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারা। সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাঈদ আহমেদ আসামিদের উপস্থিতিতে দুই বছর আগের আলোচিত সিফাত হত্যা মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমানিত না হওয়ায় এবং অত্মহত্যায় প্ররোচনার দায়ে তাঁর স্বামী মো আসিফকে ১০ বছর সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দিয়েছে আদালত। শ্বাশুড়িসহ বাকি তিনজনকে দেওয়া হয়েছে খালাস । রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছে এবং মামলাটি প্রমানে সক্ষম হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ । আসামী আসিফকে সাজা দেয়ায় আসামী পক্ষের আইনজিবী অসন্তুষ প্রকাশ করেছেন। রায়ের পর সিফাতের বাবা জানান, রায়ে করা হয়েছে ষড়যন্ত্র । ২০১৫ সালের ২৯ মার্চ সন্ধ্যায় রাজশাহী মহানগরীর হোসেন রমজানের বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয় ওয়াহিদা সিফাতের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি