ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সিরাজগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মহাসমাবেশ করেছে ওলামা পরিষদ

প্রকাশিত : ১১:৫০, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৫০, ২৯ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের এনায়েতপুরে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী মহাসমাবেশ করেছে ওলামা পরিষদ। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে জঙ্গি ও সন্ত্রাস নির্মূলের শপথ নেয়া হয়। সেসময় বক্তারা বলেন, শান্তির ধর্ম ইসলাম কখনও সন্ত্রাস ও জঙ্গিবাদকে সমর্থন করে না। জঙ্গি ও সন্ত্রাসীদের ধর্মীয় দিক থেকে বিবেচনা না করে কঠোর শাস্তির দাবি জানান বক্তারা। মাওলানা আব্দুল কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আব্দুল মজিদ মন্ডল উপস্থিত ছিলেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি