সিরাজগঞ্জে সর্বরোগের মহৌষধের নামে প্রতারণা; থালা-বাবার অপচিকিৎসার শিকার সাধারণ মানুষ
প্রকাশিত : ১১:৫৩, ২৯ অক্টোবর ২০১৬ | আপডেট: ১১:৫৩, ২৯ অক্টোবর ২০১৬
সিরামিক প্লেটে কলম দিয়ে আরবি হরফ লেখা ধুয়ে পানি খেলেই সেরে যাবে প্যারালাইসিস, ক্যান্সার, জন্ডিস, পিত্তথলি ও কিডনীতে পাথরসহ জটিল আর কঠিন সব রোগ। এমনি অদ্ভুত ও ক্ষতিকর চিকিৎসা পদ্ধতি দিয়ে সরলপ্রাণ মানুষদের সঙ্গে প্রতারণা করে যাচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া দবিরগঞ্জের আব্দুল মান্নান ওরফে থালা বাবা। প্রতিনিধি স্বপন মির্জার তথ্য ও ছবি নিয়ে সমর ইসলামের রিপোর্ট।
দবিরগঞ্জের আব্দুল মান্নান। পেশায় মাদ্রাসা শিক্ষক। তবে সেই পরিচয় ছাপিয়ে এখন তিনি থালা বাবা নামেই বেশি পরিচিত। সিরামিকের থালায় লিখে দেন আরবি অক্ষর। দাবী করেন, সে থালা ধুয়ে পানি পান করলেই সেরে যাবে ক্যান্সার ও প্যারালাইসিসসহ জটিল আর কঠিন সব রোগ। ছোটখাট রোগের জন্য দেন তাবিজ-কবজ, তেল ও পানিপড়া।
সিরাজগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে অনেক রোগী ভীড় করেন তার বাড়িতে। শিক্ষা ও সচেতনতার অভাবে সরল বিশ্বাস নিয়ে আসেন তারা। থালা বাবা জানান, তিনি কারও কাছ থেকে টাকা নেন না, কেউ কিছু দিলে না-ও করেন না।
প্রায় তিন দশক ধরে অদ্ভুত এই চিকিৎসা দিয়ে আসছেন তিনি। সরলপ্রাণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। আগের টিনের চালা ঘরটির স্থানে এখন ৪তলা বিশাল অট্টালিকা। অন্যদিকে দিনের পর দিন চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হয়ে প্রতারিত হচ্ছেন গ্রামের অসংখ্য মানুষ।
এদিকে থালা বাবার এই অপচিকিৎসার ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।
রোগ নিয়ে সরলপ্রাণ মানুষের বিশ্বাসকে পুঁজি করে এভাবে আর কেউ যাতে প্রতারণা করতে না পারে সে ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী ও সচেতন মহলের।
আরও পড়ুন