ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

সিরিয়ার হাসপাতালে কয়েকদিনের ব্যবধানে আবারো ব্যারেল বোমা হামলা

প্রকাশিত : ১০:৫১, ২ অক্টোবর ২০১৬ | আপডেট: ১০:৫১, ২ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে কয়েকদিনের ব্যবধানে আবারো ব্যারেল বোমা হামলা হয়েছে। এতে দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১০জন। গেল বুধবার আরো দুটি হাসপাতালে একই ধরণের হামলা হয়েছিল। হামলার জন্য সরকারী এবং রুশ বিমান বাহিনীকে দায়ী করা হচ্ছে। এদিকে আসাদ সরকারের বিরুদ্ধে মার্কিন বাহিনীর অবস্থান শুধু সিরিয়া নয় গোটা মধ্যপ্রাচ্যকেই ক্ষতিগ্রস্থ করছে বলে অভিযোগ করেছেন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি