সিরিয়ায় আসাদ বাহিনীর হামলায় নিহত ১৬
প্রকাশিত : ০৯:৪২, ১১ জুন ২০১৮

সিরিয়ায় ফের হামলা চালিয়েছে সরকারি বাহিনী। মাহে রমজান উপলক্ষে বেশ কয়েকদিন ধরে কোনো ধরণের সহিংসতার ঘটনা না ঘটলে আসাদ বাহিনী অকস্মাৎ ইদলিব প্রদেশে একযোগে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।
জানা যায়, গত রোববার সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর সিরিজ বিমান হামলা চালায়। দেশটির বেসরকারি দাতব্য সংস্থা হোয়াইট হেলমেটের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আসাদ বাহিনীর হামলায় তাফতানাজ, রাম হামদান ও ব্যানিশ গ্রামের বিদ্রোহী জোটের নিয়ন্ত্রিত বেশ কিছু ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাফতানাজ গ্রামের মানবাধিকার কর্মী মোহাম্মেদ আবু আল আমিন বলেন, প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। ৩৪ বছর বয়সী এই যুবক আরও বলেন, আল নুর হাসপাতাল ও একটি পরিবারের বসতবাড়িসহ শহরের অধিকাংশ ভবনকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এছাড়া ফাওয়া ও কেফরায়া শহরের আশপাশের ইদলিবের গ্রামগুলোতে হামলা চালানো হয়েছে। ওই দুই শহরে প্রায় হাজার দশেক শিয়া মুসলিম বসবাস করেন।
সূত্র: আল জাজিরা
এমজে/
আরও পড়ুন