ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

সিরিয়ায় কুর্দী অধ্যূষিত শহরে বোমা বিস্ফোরণে নিহত ৫০

প্রকাশিত : ১৯:৩৮, ২৭ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৩৮, ২৭ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দী অধ্যূষিত একটি শহরে দুটি শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, তুরস্ক সীমান্তের কাছে কামিশলি শহরে পুলিশ এবং একটি সরকারী ভবনকে লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই একটি ট্রাকে প্রথম  বিস্ফোরণ ঘটনো হয়। এর কয়েক মিনিট পর মোটরসাইকেলে একই ধরণের বিস্ফোরণ ঘটলে হতাহতের এই ঘটনা ঘটে। বিস্ফোরণের ফলে আশেপাশের কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।  হামলা দুটির দায় স্বীকার করেছে আইএস। কুর্দী অধ্যুষিত এলাকা লক্ষ্য করে আগেও এধরণের বেশ কয়েকটি হামলা চালিয়েছে আইএস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি