ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫

সিরিয়ায় মহামারির আকার ধারণ করেছে কলেরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

একের পর এক সংকটে জর্জরিত সিরিয়া। এর মধ্যেই মহামারির মতো কলেরা ছড়িয়ে পড়েছে সিরিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ আলেপ্পোয়। আর এই রোগে সংক্রমিত হয়ে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়। 

জানা গেছে, গত মাসে আলেপ্পোয় কলেরার প্রাদুর্ভাব ঘটে। শুরুর দিকে সেভাবে না ছড়ালেও গত কয়েক দিনে প্রদেশেটির গ্রাম ও শহরে শত শত রোগী কলেরায় আক্রান্ত হয় ও মৃত্যু হয়।

এদিকে জাতিসংঘের সিরিয়া শাখার কর্মকর্তারা আলেপ্পোর ওপর দিয়ে বয়ে যাওয়া ইউফ্রেটিস নদীর পানি দুষণকেই সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের জন্য দায়ী করেছেন। 

তারা জানিয়েছেন, চলতি বছর নিম্ন বৃষ্টিপাত ও তাপপ্রবাহের কারণে নলকূপ ও সুপেয় পানির অন্যান্য উৎস শুকিয়ে যাওয়ায় বাধ্য হয়ে নদীর পানি পান করছেন আলেপ্পোর জনগণ। কিন্তু সেই পানি যথাযথভাবে জীবণুমুক্ত না করে পান করার কারণেই কলেরার এই প্রাদুর্ভাবের জন্য দায়ী।  

সূত্রঃ রয়টার্স
আরএমএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি