ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

সিরিয়ায় মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত জাতিসংঘ

প্রকাশিত : ১৯:৩২, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:৩২, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

বিমান হামলার পরও সিরিয়ায় মানবিক সহায়তা পাঠিাতে প্রস্তুত জাতিসংঘ। এক বিবৃতিতে এ কথা জানান সিরিয়ায় জাতিসংঘের বিশেষ প্রতিনিধি স্টিফেন ডি মিস্তুরা। তিনি বলেন, খুব দ্রুতই বিরোধপূর্ণ এলাকায় ত্রাণ পাঠানো শুরু হবে। রুশ ও মার্কিন কর্তৃপক্ষ এবং তাদের মিত্রদের সিরিয়ায় অস্ত্রবিরতি কার্যকর করতে আবারও আহ্বান জানান তিনি। গেল ১৯শে সেপ্টেম্বর সিরিয়ার আলেপ্পোতে বিমান হামলার পর ত্রাণ পাঠানো বন্ধ করে দেয় জাতিসংঘ। ওই হামলায় ১৮টি ত্রাণবাহী ট্রাক ধ্বংসসহ নিহত হয় ২০ জন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করে রাশিয়া ও যুক্তরাষ্ট্র।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি