ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

সিরীয় পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সিরিয়ার পূর্ব গৌতায় টানা দ্বিতীয় দিনের মতো সরকারি বাহিনীর বিমান হামলায় শতাধিক লোক নিহত হওয়ার পর সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ায় গভীরভাবে শঙ্কিত বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

মহাসচিবের পক্ষে মঙ্গলবার এ শঙ্কার কথা এক বিবৃতিতে প্রকাশ করেন   জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক।

স্টিফান দুজারিক জানান, সিরিয়ার পূর্ব গৌতায় সহিংসতা ছড়িয়ে পড়ায় এবং বেসামরিক নাগরিকদের ওপর এর ভয়াবহ প্রভাব পড়ায় জাতিসংঘ মহাসচিব গভীরভাবে শঙ্কিত।

মঙ্গলবার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় সিরিয়া ও রাশিয়ার ব্যাপক বিমান হামলায় কমপক্ষে ১০৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ১৯ শিশু রয়েছে। সেখানে এর আগের দিন সোমবারের বিমান হামলায় সিরিয়ার ১২৭ নাগরিক নিহত হয়।

দুজারিক বলেন, পূর্ব গৌতায় বিমান হামলা ও গোলা বর্ষণের কারণে সেখানকার প্রায় চার লাখ লোক আতঙ্কের মধ্যে রয়েছে।

তিনি আরও বলেন, সিরিয়ার সরকারি বাহিনীর অবরোধের কারণে পূর্ব গৌতার বাসিন্দারা অপুষ্টিসহ চরম দূরাবস্থার মধ্যে বসবাস করছে।

গুতেরেস বেসামরিক নাগরিকদের রক্ষাসহ মানবিক আইনের মূলনীতি সমুন্নত রাখতে সকল পক্ষের প্রতি আহবান জানান।

এদিকে জরুরি মানবিক সাহায্য সরবরাহ ও চিকিৎসার সুযোগ দিতে ৩০ দিনের অস্ত্রবিরতি দাবির খসড়া প্রস্তাবের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলোচনা অব্যাহত রয়েছে।

কেআই/টিকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি