ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

সীমান্তে নিষেধাজ্ঞা শিথিল করছে নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ৩ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ড সীমান্তে জারি থাকা কঠোর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। তবে অক্টোবরের আগে সীমান্ত পুরোপুরি খুলে দেবে না দেশটির সরকার।

দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান বৃহষ্পতিবার এ কথা জানান।

তিনি বাদবাকী বিশ্বের সঙ্গে নিউজিল্যান্ডের সংযোগ তৈরিতে পাঁচ স্তরের পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, “আবার শুরু করার সময় এসেছে।”

বিশ্বে নিউজিল্যান্ডই সবেচেয়ে বেশি সীমান্তে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সম্প্রতি নিষেধাজ্ঞা শিথিলের জন্য আর্ডানের ওপর চাপ তৈরি করা হয়।

আর্ডান বলেন, “পরিবার পরিজন ও বন্ধুদের একত্রিত হওয়া প্রয়োজন। আমাদের ব্যবসা বাড়াতে দক্ষতা প্রয়োজন। নতুন যোগাযোগের জন্য রপ্তানীকারকদের অন্যান্য দেশে ভ্রমণ করা দরকার।”

আর্ডান আরো বলেন, “নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার ৯৫ শতাংশ টিকার দুটি ডোজ এবং অনেকেই বুস্টার ডোজ পাওয়ার কারনে এখন পরিবর্তন আনা সম্ভব।”

এদিকে কোয়ারেন্টিন পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলেও তা পুরোপুরি তুলে দেয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি