ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

সুইস টেনিস খেলোয়াড় রজার ফেদেরার জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২৬, ৮ আগস্ট ২০১৬ | আপডেট: ১৭:২৬, ৮ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

রজার ফেদেরার একজন সুইস পেশাদার টেনিস খেলোয়াড়। ১৯৮১ সালের ৮ই আগস্ট সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি। ইতিহাসের সবচেয়ে সফল টেনিস খেলোয়াড়দের মধ্যে একজন। বর্তমানে এটিপি র‌্যাংকিং অনুযায়ী বিশ্বের ৩ নম্বর খেলোয়াড় তিনি। ছোটবেলায় টেনিসের পাশাপাশি ব্যাডমিন্ট ও বাস্কেটবল খেলতেন ফেদেরার। তবে টেনিসেই বেশি পছন্দ করেন তিনি। সময়ের সাথে সাথে তার টেনিস প্রতিভা ছড়িয়ে পড়তে থাকে। ১৯৯৮ সালে জুনিয়র উইম্বলডন ছিলো তার টেনিস ক্যারিয়ারের প্রথম কোন বড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় একক ও দৈত বিভাগে শিরোপা জিতে তাক লাগিয়ে দেন তিনি। এরপর সময়ের সাথে তার প্রাপ্তির সংখ্যাটা শুধুই বৃদ্ধি পেয়েছে। ২০০৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৮ সালের শেষভাগ পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের শীর্ষেস্থান ধরে রেখে রেকর্ড গড়েন। টেনিসের কোন শিরোপাই যেনো তার অধরা নেই। আর এ কারণে তাকে সুইস জাদুকরও বলা হয়। ২০০৪ সালে তিনি ম্যাট্ধসঢ়;‌স উইল্যান্ডারের পর প্রথম খেলোয়াড় হিসেবে একই বছরে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের কৃতিত্ব অর্জন করেন। এ পর্যন্ত ১৭টি গ্রান্ড স্ল্যাম, ৪টি টেনিস মাস্টার্স কাপ, ও ১৫টি টেনিস মাস্টার্স সিরিজ জিতেছেন। শুধু তাই নয় একমাত্র খেলোয়াড় হিসেবে পরপর পাঁচ বছর উইম্বলডন ও ইউ এস ওপেন জয়ের রেকর্ড গড়েন ফেদেরার। এছাড়া পুরুষ টেনিসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্রান্ড স্ল্যাম জেতেন এ সুইস তারকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি