ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সুনামগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে চার জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ১৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রাইভেটকার খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের তাজপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেটের বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিনের ছেলে তোফায়েল আহমদ (২৭), সিলেটের জালালাবাদ থানার টুকেরবাজার (শেখপাড়া) গ্রামের সোহরাব আলীর ছেলে রাজু আহমদ (৩৫) ও একই গ্রামের ফজলুল হকের ছেলে তায়েফ আহমদ (২৭) এবং ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া (৩০)।

এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সূত্র জানায়, ছাতক শহরের একটি বিয়ের অনুষ্ঠান শেষে প্রাইভেটকারযোগে চার যুবক সিলেটের টুকেরবাজারে আসছিলেন। পরে প্রাইভেটকারের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর এলাকায় সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই চার যুবক নিহত হন। পুলিশ তাদের লাশ উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি