ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

সুন্দরবনে শুটকি পল্লীতে জোর করে কাজ করানো হচ্ছে শিশুদের

প্রকাশিত : ১২:১৭, ২১ নভেম্বর ২০১৬ | আপডেট: ১২:১৭, ২১ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

সুন্দরবন তীরবর্তী দুবলার চরের শুটকি পল্লীতে জোর করে কাজ করানো হচ্ছে শিশুদের। পারিশ্রমিকও অর্ধেক। বিভিন্ন এলাকা থেকে আনা কয়েক’শ শিশুকে বেআইনিভাবে খাটানো হলেও বিষয়টি অস্বীকার করছেন মালিকরা। দুবলার চরের বিশাল জলরাশিতে মিশে অস্তমান সূযের্র স্বর্গীয় সৌন্দর্য দেখার সুযোগ নেই এখানকার শুটকি পল্লীর শ্রমিকদের। বহোদ্দারদের হুকুমে ভোরের আলো ফোটার আগেই মাছের সন্ধানে নেমে পড়ে তারা। শুটকি প্রত্রিয়াকরণ পর্যন্ত চলে খাটুনি। হাড়ভাঙ্গা এ পরিশ্রম থেকে রেহাই মেলে না শিশুদেরও। বিভিন্ন এলাকা থেকে শিশুদের নিয়ে এসে নিয়োগ দেয়া হয় একাজে। ছয়মাস বা বছরের চুক্তিতে এসব শিশুকে ঠিকমতো দেয়া হয়না পারিশ্রমিকও। তবে শিশুদের কাজে বাধ্য করার বিষয়টি অস্বীকার করছে শুটকি পল্লীর বহেদ্দাররা। শিশুশ্রমে কোন শিশুকে বাধ্য করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়ার কথা জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা। শিশুশ্রম বন্ধে ব্যাবস্থা নেয়ারও আশ্বাস দেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি