ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সুষমার প্রয়াণে লৌহপুরুষ আদভানির চোখে জল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণের পর তার বাসভবনে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি। জনপ্রিয় এই নেত্রীর সম্বন্ধে স্মৃতিচারণও করতে শোনা যায় বিজেপির লৌহপুরুষকে।

তবে শুধু আদভানি নন, সুষমার বাসভবনে তার সঙ্গে যাওয়া মেয়ে প্রতিভাও নিজের শোক সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন। সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন তিনি।

৯১ বছর বয়সী আদভানি স্মৃতিচারণ করে বলেন, তার এমন একটি জন্মদিনও যায়নি যখন সুষমা স্বরাজ তার জন্যে চকলেট কেক আনেননি। বিজেপির অত্যন্ত জনপ্রিয় নেত্রী ছিলেন সুষমা স্বরাজ। নিজের হাতে ধরে তরুণী অবস্থায় সুষমা স্বরাজকে গেরুয়া রাজনীতিতে নিয়ে আসেন বিজেপির বিচক্ষণ নেতা এল কে আদভানি। বিজেপিতে যোগদানের পর থেকেই ধীরে ধীরে নিজের গুণে ও বুদ্ধিমত্তায় দলের এক অপরিহার্য নেত্রী হয়ে ওঠেন সুষমা স্বরাজ।

এ সময় সুষমা স্বরাজকে একজন ভাল মানুষ হিসেবেও উল্লেখ করেন আদভানি। তিনি যেভাবে তার উষ্ণ ব্যবহার এবং মমতাময়ী আচরণের মাধ্যমে কথা বলতেন তা প্রত্য়েককে স্পর্শ করত বলেই জানান বিজেপির লৌহপুরুষ। আদভানি লেখেন, ‘আমার জন্মদিনে একবারও আমার প্রিয় চকলেট কেক আমার কাছে আনতে ভুলে গেছেন তিনি, এমন এক বছরও মনে করতে পারি না।

শোকার্ত আদভানি বলেন, আমার কাছে এটা একটা অপূরণীয় ক্ষতি এবং আমি সুষমা জির অনুপস্থিতি উপলব্ধি করতে পারব। তার আত্মা শান্তিতে থাকুক।

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা সুষমা স্বরাজ। রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে তার।  আজ বুধবার বিকালে ঘণ্টা তিনেক বিজেপির সদর দফতরে রাখা হবে, যাতে দলীয় কর্মী ও নেতারা তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি