সেনা মোতায়েন করা হবেনা নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে
প্রকাশিত : ১৮:৩০, ১০ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩০, ১০ ডিসেম্বর ২০১৬
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন করা হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
নাসিক ও জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে, শনিবার দুপুরে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি জানান, নারায়নগঞ্জ সিটিতে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে ভালো রয়েছে। বৈঠকে আইনশৃংখলা ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা ছাড়াও রিটানিং কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ’সময় প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে এরইমধ্যে আইনশৃংখলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন