ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সৌদি জোটের বিমান হামলায় নিহত ৯

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৭ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেন অন্তত নয় বেসমারিক নাগরিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ প্রদেশে ওই বিমান হামলা চালায় সৌদি জোট।

হুদাইদাহ প্রদেশ থেকে বাসে করে বেশ কয়েকজন যাত্রী অন্যত্র ভ্রমণ করছিলো। মূলত হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ওই বাসটি ছেড়েছিল বলেই এতে হামলা চালায় সৌদি বাহিনী।

সৌদি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছে, ওই হামলার মূল লক্ষ্য ছিলো হুতি বিদ্রোহীরা। গত সপ্তাহেই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত আল-হুদাইদাহ বিমান বন্দর দখলে নেয় সৌদি-জোটের সামরিক অংশ।

সূত্র: আল-জাজিরা, আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি