স্পেনের প্রধানমন্ত্রীর সফর : বিক্ষোভে উত্তাল কাতালোনিয়া
প্রকাশিত : ১১:৪৫, ১২ নভেম্বর ২০১৭
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে স্বাধীনতাকামী কাতালোনিয়া যাচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। আজ রোববার তার সেখানে যাওয়ার কথা রয়েছে।
এর আগে গত শনিবার বার্সেলোনায় প্রায় ৭ লাখ ৫০ হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসে। কাতালোনিয়ার সাবেক প্রধান কার্লোস পুজদেমনসহ দলটির ঊর্ধতন কর্মকর্তাদের নিঃশর্ত মুক্তি দিতে তারা রাজয়ের বিরুদ্ধে স্লোগান দেন।
রোববার এক জনসভায় মারিয়ানো রাজয় এর ভাষণ দেওয়ার কথা রয়েছে। স্পেনের গণমাধ্যমে জানা যায়, নিজ দল পপুলার পার্টির জন্য ভোট চাইতে রাজয় সেখানে যাচ্ছেন। অক্টোবরে কাতালানে গণভোট হওয়ার পর এটাই রাজয়ের প্রথম কাতালোনিয়ায় সফর।
বিক্ষোভকারীরা বিভিন্ন প্লে কার্ড নিয়ে শনিবার রাস্তায় নেমে আসে। তারা কার্লোস পুজদেমনসহ ৮ জন নেতা ও স্বাধীনতার পক্ষে লড়া তৃণমূলের দু’জন প্রচারককে মুক্তি দেওয়ার দাবি জানান। তারা এসময় বলতে থাকেন, ‘আমরা রিপাবলিকান, পুজদেমন আমাদের প্রেসিডেন্ট, তাদের মুক্তি দিন’
উল্লেখ্য, চলতি বছরের পহেলা ১লা অক্টোবর স্বাধীনতার পক্ষে কাতালোনিয়ায় গণভোট অনুষ্ঠিত হয়। স্বাধীনতার দাবিতে আন্দোলনকারীরা রাস্তায় নেমে এলে তারা এ গণভোটের আয়োজন করে। গণভোটে ৯২ শতাংশ ভোটার স্বাধীনতার পক্ষে রায় দিলে, সেখানে সংকট শুরু হয় । পরে পুজদেমন কাতালোনিয়াকে স্বাধীনতা ঘোষণা করলে, স্পেনের সরকার তা উড়িয়ে দেন। পাশাপাশি বন্দী করেন, দেশটির ৮ মন্ত্রীকে । একইসঙ্গে বরখাস্ত করেন কাতালোনিয়ার নেতা পুজদেমনকেও।
সূত্র: বিবিসি।
এমজে/ এআর
আরও পড়ুন










