ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

স্পেনে টোমাটিনা উৎসব অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১১, ৩০ আগস্ট ২০১৮ | আপডেট: ২১:০৯, ৩০ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

স্পেনের ব্যুনোল শহরে অনুষ্ঠিত হলো বিশ্বখ্যাত টোমাটিনা উৎসব। এবারের উৎসবে অংশ নিয়েছেন ২০ হাজারেরও বেশি মানুষ। ১৬০ টন টমেটো নিয়ে বাঁধভাঙা উল্লাসে মাতেন সব বয়সী মানুষ।

চলছে যুদ্ধ। তবে গোলা-বন্দুক নিয়ে নয়। পরষ্পরের দিকে পাকা টমেটো ছুঁড়ে অন্যরকম এক যুদ্ধে মেতে উঠেছেন বিভিন্ন দেশের ২০ হাজার মানুষ।

কেউ বা ট্রাকের ওপর, কেউবা বাড়ির বারান্দা থেকে আবার কেউ রাস্তায় দাঁড়িয়ে পাশের মানুষকে লক্ষ্য করে ছুঁড়ে মারছেন টমেটো। স্পেনের ব্যুনোল শহরে প্রতিবছরই পালিত হয় এ উৎসব।

শুধু স্পেনবাসীই নয়, ব্যতিক্রমী এ উৎসবে যোগ দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ। এবারের উৎসবে ব্যবহার করা হয়েছে ১৬০ টন টমেটো।

১৯৪৫ সালের পর থেকে পালিত হয়ে আসছে টোমাটিনা উৎসব। জেনারেল ফ্রাঙ্কোর সময়ে ১৯৫০ সালে এটি বন্ধ হলেও পরে তা আবারো উৎসবে রুপ নেয়।

টোমাটিনা উৎসব মুক্তভাবে পালনের সময় অংশ নিতেন প্রায় ৪৫ হাজার মানুষ। তবে বর্তমানে উৎসবটি টিকিট ব্যবস্থাপনায় আনা হয়েছে। নিরাপত্তার খাতিরে বেধে দেয়া হয়েছে বেশকিছু নিয়মকানুন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি