ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ একটি সৈন্যদল গঠনের ঘোষণা

প্রকাশিত : ১৩:০৩, ২৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৩:০৩, ২৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

স্বেচ্ছাসেবকদের নিয়ে বিশেষ একটি সৈন্যদল গঠনের ঘোষণা দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী । মঙ্গলবার দেশটির সামরিক মুখপাত্র এ কথা বলেন।  নতুন এ দল  সিরিয়ার ভূখন্ডে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কাজ করবে। যে কোনো সিরিয়ার নাগরিক  নতুন গঠিত এই দলে যোগ দিতে পারেন বলে সামরিক  বিবৃতিতে বলা হয়েছে। এদিকে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক প্রতিবেদনে বলছে,  আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় গেল এক সপ্তাহে ক্রমাগত বোমা হামলায় অন্তত ১৪১ বেসামরিক লোক নিহত হয়েছে। এর মধ্যে ১৮ জন ই শিশু।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি