সড়ক দুর্ঘটনায় সারাদেশে নিহত ৬ জন
প্রকাশিত : ১৩:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৩:১০, ১১ ফেব্রুয়ারি ২০১৭
সড়ক দুর্ঘটনায় মাগুরা, নাটোর, সাতক্ষীরা ও সাভারে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৬ জন।
মাগুরা-যশোর মহাসড়কের মগির ঢালে বেনাপোলগামী মাইক্রোবাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের দুই যাত্রী নিহত হন। আহত ৯ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছে ৭ জন। এদিকে, সাভারের রেডিও কলোনী এলাকায় বাস চাপায় নিহত হয়েছে একজন। অপরদিকে, সাতক্ষীরার কালিগঞ্জের বাশতলায় ট্রলির ধাক্কায় ৬ষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আরও পড়ুন