ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

হঠাৎ নড়ে উঠল খাবার প্লেটে রাখা মাংস! মুহূর্তেই ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২৭ জুলাই ২০১৯ | আপডেট: ০৯:১৭, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

খাবার টেবিলে রাখা কয়েক টুকরো মাংসের মধ্যে হঠাৎ করে এক টুকরো মাংস নড়ে উঠল। শুধু তাই নয় নড়তে নড়তে আবার চলতে শুরু করল সেই মাংসের টুকরাটি। সঙ্গে সঙ্গেই সেই ভিডিও স্যোশাল মিডিয়ায় হয়ে গেল ভাইরাল।

এটা কোনো গল্প নয়, ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি রেস্তোরাঁয়। সেই মাংসের অর্ডারটি দিয়েছিলেন এক নারী।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক নারী একপ্লেট মাংসের ডিশ অর্ডার করেছিলেন। কথা মতো সেই ডিশ রেখে যান রেস্তোরাঁর বয়। তারপরেই বিপত্তি। হঠাৎ, মাংসের টুকরো ডিশ থেকে নিজে নড়ে চড়ে এসে পড়ে প্রথমে টেবিলে। সেখান থেকে মাটিতে!

সঙ্গে সঙ্গে পুরো ঘটনা মোবাইলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। দেখতে দেখতে লাইকের সংখ্যা কোটি ছাড়িয়ে যায়। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ লোক এই ভিডিও দেখেছেন।

অবশ্য এই ভিডিও দেখে অনেকেই বলেছেন, পুরোটাই ফেক। সুতো দিয়ে মাংসের টুকরোকে বেঁধে একে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল।

মাংস ভীষণ টাটকা বলে এ রকম নাকি নড়ছিল বলে অনেকে মন্তব্য করেছেন। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি