ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

হামাস বুদ্ধিজীবীকে গুলি করে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:৫৭, ২১ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের এক বুদ্ধিজীবীকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।ধারণা করা হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা তাকে হত্যা করেছে।

নিহতের নাম ফাদি আল বাদশা (৩৫)। তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের একজন
বুদ্ধিজীবী ও পরামর্শক ছিলেন। জানা গেছে, আজ শনিবার কুয়ালামপুরের নিজ বাসা থেকে ফজর নামাজ
পড়ার জন্য বের হলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।

আল-বাদশার বাবা আল জাজিরাকে জানায়, এই হত্যার সঙ্গে সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত।মালয়েশিয়ার সরকারকে দ্রুত অপরাধীদের গ্রেফতারের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এদিকে হামাসের মুখপাত্র হাজেম কাশেম জানান, বাদশা হামাসের একজন সক্রিয় সদস্য। তার হত্যার প্রতিশোধ নেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা
এমজে/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি