ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

হাসান ফেরদৌস জুয়েলকে সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় হাসান ফেরদৌস জুয়েলকে সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ হাই স্কুলের ৮৫ ব্যাচের শিক্ষার্থীরা।

গত শুক্রবার  নারায়ণগঞ্জ কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় হাসান ফেরদৌস জুয়েলের সহপাঠীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন পরিচালক ও ব্যাচ ৮৫ নারায়ণগঞ্জ হাই স্কুল সংগঠনের সভাপতি মাহবুব চৌধুরী, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক (প্রশাসন) আলমগীর এস রহমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম হেলাল, রাষ্ট্রীয় পুরুস্কার প্রাপ্ত সংগঠক আরিফ মিহির, সমাজ সেবক রুমি বাদশা, সোনালী ব্যাংক বাউয়ানি শাখার ব্যবস্থাপক মোর্শেদ, অ্যাডভোকেট বাবুল আকতার,  অ্যাডভোকেট শাহিন,  অ্যাডভোকেট এনামুল, ডা. জীবন, জাহাঙ্গীর কবির,  মাকসুদুল আলম, রাশেদ প্রমুখ। 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি