হিটলারের আঁকা ছবি নিলামে বিক্রি হলো না
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯ সোমবার

হিটলারের আঁকা ছবি, কিন্তু এসবকে জাল বলে সন্দেহ করা হচ্ছে
এডলফ হিটলারের আঁকা বলে মনে করা হয় এমন পাঁচটি ছবি জার্মানিতে নিলামে তোলা হলেও শেষ পর্যন্ত কোনটিই বিক্রি হয়নি। ‘ওয়েইলডার অকশন হাউস’ এই ছবিগুলো নিলামে তোলে। নিলামে সর্বনিম্ন দাম ঠিক করা হয়েছিল ৪৫ হাজার ইউরো।
হিটলার তার কুখ্যাত সমাবেশগুলো করতেন যে নুরেমবার্গ শহরে, সেখানে এই নিলাম হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসী নেতাদের বিচার হয়েছিল এই শহরে।
তবে এই নিলাম নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। শহরের মেয়র উলরিখ ম্যালি এটিকে কুরুচিপূর্ণ কাজ বলে মন্তব্য করেছিলেন। আর ছবিগুলো আসলেই হিটলারের আঁকা, নাকি নকল, তা নিয়েও বিতর্ক ছিল।
হিটলারের কিছু ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রীও নিলামের জন্য রাখা হয়েছিল। হিটলার ১৯৩৩ হতে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানি শাসন করেন। তার নেতৃত্বে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে।
হিটলারের গণহত্যার শিকার হয়ে মারা যান প্রায় ৬০ লাখ ইহুদী। যুদ্ধে সেই সঙ্গে আরও লাখ লাখ সৈনিক এবং বেসামরিক মানুষ নিহত হন। জার্মানিতে নাৎসীদের কোন প্রতীক প্রকাশ্যে দেখানো নিষেধ। তবে শিক্ষামূলক কাজে এই প্রতীক ব্যবহারে বাধা নেই।
গত সপ্তাহে জার্মান পুলিশ এই অকশন হাউসে তল্লাশি চালায়। তারা সেখান থেকে বেশ কিছু ছবি আটক করে। কৌঁসুলিরা বলছেন, মোট ৬৩টি ছবিতে হিটলারের নামের আদ্যাক্ষর ‘এএইচ’ বা ‘এ হিটলার’ লিখে স্বাক্ষর দেওয়া ছিল। এগুলো জাল বলে সন্দেহ করা হচ্ছে।
জালিয়াতির অভিযোগে কিছু লোকের বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। হিটলারের আঁকা বলে দাবি করার ছবির বিক্রি নিয়ে বিতর্ক এটাই প্রথম নয়। আগেও তার ছবি বলে বিক্রির চেষ্টা করা শিল্পকর্ম আসলে জাল বলে অভিযোগ ওঠে।
হিটলার তার প্রথম জীবনে ছবি আঁকতেন, কিন্তু তিনি ভিয়েনা একাডেমী অব ফাইন আর্টসে দুবার ভর্তি হবার চেষ্টা করে বিফল হন।
২০১৫ সালে অবশ্য এই ওয়েইল্ডার অকশন হাউস হিটলারের আঁকা বলে দাবি করা কিছু ছবি বিক্রি করে। নিলামে সেগুলোর দাম উঠেছিল প্রায় চার লাখ ইউরো।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/
- ঘুরে আসুন সীতাকুন্ড শিবচতুর্দশী মেলা
- বিসিকের নতুন চেয়ারম্যান মোশতাক হাসান
- বলিউডে নিষিদ্ধ পাকিস্তানি তারকারা
- আইসিএমএবি ও ইউআইইউ এর মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পেলেন নজরুল ইসলাম
- ‘বিকশিত হোক শত ভাবনা’ বইয়ের মোড়ক উন্মোচন কাল
- শাহরিয়ার স্টিলের সঙ্গে ব্র্যাক ব্যাংকের চুক্তি স্বাক্ষর
- হাসপাতালের ডাস্টবিনে ২২ নবজাতকের লাশ
- ট্রেড লাইসেন্স দিতে পারবে বেজা
- এফবিসিসিআই সভাপতি পদে ফজলে ফাহিমকে সমর্থন
- বশেমুরবিপ্রবিতে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা
- ভারতের পথে যুবরাজ সালমান
- প্রধানমন্ত্রী দেশে ফিরলেই বিদ্রোহীদের বিষয়ে সিদ্ধান্ত: কাদের
- জবিতে সংঘর্ষে সাংবাদিকসহ আহত ৪০
- পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
- ‘উরু উরু মন’ গানে এরফান মৌমিতা জুটি
- জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে গণমাধ্যমের প্রতি রাষ্ট্রপতির আহবান
- গণ বিশ্ববিদ্যালয়ে বসন্ত বরণ উৎসব পালিত
- শিক্ষার্থীদের সমস্যায় পাশে থাকবে ছাত্রলীগ: শোভন
- মেহেরপুরে হয়ে গেল পিঠা উৎসব
- চট্টগ্রামে চার হাজার লিটার ভেজাল ঘি জব্দ
- চট্টগ্রামে তৃতীয় দিনেও স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ
- চট্টগ্রামের চাক্তাইয়ে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার নির্দেশ
- অসচ্ছলদের ভ্যান দেবে চট্টগ্রাম সমিতি-ঢাকা