ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হেরে যাওয়ার ভয়ে নওয়াজ কন্যার আসন পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৪, ২৮ জুন ২০১৮ | আপডেট: ১৪:১৫, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের জাতীয় নির্বাচনে লাহোরের গুরুত্বপূর্ণ একটি আসনে লড়তে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। এনএ-১২৫ নামের ওই আসনে লড়ার পরিবর্তে মরিয়ম নওয়াজ এনএ-১২৭ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এর আগে এনএ-১২৫ আসনে লড়ার ঘোষণা দিয়ে আসছিলেন মরিয়ম নওয়াজ। তবে হঠাৎ করে এনএ-১২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার মূল কারণ হিসেবে পর্যবেক্ষকরা বলছেন, ওই আসনে নিজেকে নিরাপদ মনে করছেন না মরিয়ম নওয়াজ।

মুসলিম লীগ প্রধান শাহবাজ শরীফের কাছ থেকে গত বুধবার মনোনয়ন নেন মরিয়ম নওয়াজ। এর আগে এনএ-১২৫ আসনের জন্য দলীয় মনোনয়ন নিয়েছিলেন মরিয়ম। তবে নির্বাচনে হেরে যাওয়ার শঙ্কা প্রকাশ করায় ওই আসনে তার মনোনয়ন বাতিল করে এনএ-১২৭ আসনে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে এনএন-১২৭ আসনটি আগে লাহোরের দলীয় প্রধান পারভেজ মালিককে দেওয়া হয়েছিল। তিনি গত নির্বাচনে ইমরান খানের দল তেহরিক ই ইনসাফের বিরুদ্ধে জয়লাভ করেছিল।

সূত্র: দ্য ডন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি