ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে মুখরিত টিএসসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ইংরেজি নতুন বছরকে বরণ করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। কড়া নিরাপত্তায় আনন্দ উল্লাসের মধ্য দিয়ে রবিবার সন্ধ্যা থেকে বর্ষবরণের জন্য টিএসসিতে আসতে থাকে শিক্ষার্থীরা।
রাত ৮টার পর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়। এর পরেই রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হতে থাকে শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুরো টিএসসি এলাকা শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। কড়া নিরাপত্তার মধ্যেই তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
ঘড়ির কাঁটায় বারোটা বাজতেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। বরণ করে নেন নতুন বছরকে। এসময় অনেকে বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। হ্যাপি নিউ ইয়ার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টিএসসি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি