ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫

১০ বছর বয়সেই আন্তর্জাতিক ফটোগ্রাফারের পুরস্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৮:০০, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র দশ বছর বয়সেই আন্তর্জাতিক ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফারের পুরস্কার লুফে নিল ভারতের আর্শদীপ সিং (১০)। বন্যপ্রাণীর ফটোগ্রাফি নিয়ে ব্রিটেনের ন্যাচরাল হিস্টোরি মিউজিয়াম প্রতিযোগিতা ২০১৮ ইভেন্টে তাকে এ বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেয়া তার ফটোগ্রাফিটির নাম ‘পাইপ আওলস’। ছবিটিতে দেখা যায় একটি পাইপের মধ্যে দুটি প্যাঁচা উঁকি মেরে আছে।

পুরস্কারে জুনিয়রদের তিনটি ক্যাটাগরি ছিল। ১০ বছর এবং তার নিচে, ১১ থেকে ১৪ বছর এবং ১৫ থেকে ১৭ বছর। আর্শদীপ পুরস্কার পেয়েছে ১০ বছর ক্যাটাগরিতে। আর্শদীপ সিং ফটোগ্রাফির কাজ শুরু করে ৬ বছর বয়সে।

সে প্রায়ই তার পিতা রণদীপ সিংয়ের সঙ্গে ছবি তুলতে যেত। তার পিতাও একজন খ্যাতিমান ফটোগ্রাফার। একদিন পাঞ্জাবের কুপারথালা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় আর্শদীপ দেখতে পায়, দুটি প্যাঁচা একটি পাইপের ভেতর থেকে উঁকি মেরে আছে।

সে তার পিতাকে গাড়ি থামাতে বলল। তারপর তার পিতার ক্যামেরা গাড়ির অর্ধেক নামানো জানালার কাচের ওপর দিয়ে বাইরে তাক করে ছবিটি তুলে ফেলল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি